Header Ads

মাসিক কবিতাকণ্ঠ, অক্টোবর-নভেম্বর’২৩, বর্ষ-১৬, সংখ্যা-৯০

 

অক্টোবর, নভেম্বর

পরিচালনা পর্ষদ

উপদেষ্টা সম্পাদক

নাজমুল হক

 

সম্পাদক :

এমআব্দুল্লাহ আল মামুন

 

নির্বাহী সম্পাদক:

এমরেজা

লাভলী খন্দকার

 

বর্ণ বিন্যাস

সিনথিয়া

 

প্রচ্ছদ:

এমআব্দুল্লাহ আল মামুন।

অক্টোবর, নভেম্বর ২০২৩ (বর্ষ১৬সংখ্যা৯০)

 

সভ্যতার অজ্ঞতা

শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন

 

মনের ভাষায় কথা বলি,

লিখি তারই আয়না।

কেউ কেউ হয়তো চায়না,

কেউ দেয় বায়না।

সমস্যার কথা তুলে ধরি,

হৃদয়ের আয়নায় যা পড়ি।

ভালো-লাগার কথা লিখি,

মন্দ-লাগার কথা লিখি,

সমাজে যা-কিছু দেখি।

সত্য-সুন্দর ন্যায়ের কথা বলি,

দু-মুখো পথে হাটি নন্দনকলায়।

ভালো-মন্দ বুঝি-না আমি,

মিথ্যা যত সভ্যতার অজ্ঞতায়।

পাঁচতলা-দশতলা বিল্ডিং সারি-সারি,

মরা-ইদুর পড়ে থাকে রাস্তার একধারি।

কেউ নাক সিটকায় কেই মুখে হাত ধরে,

ডিসি-এসপি জজ-ব্যারিস্টার আর ডাক্তার,

চারচাকা তিনচাকা দুইচাকা পার করে।

বি. পাশ এম. পাশ কত লোক যায়,

মরা-ইদুরের শরীরে কেউ হাত না-লাগায়।

দূরগন্ধ ছড়ায় পরিবেশ দূষণ করে তবু,

কারো নজরে না-আসে এই কাজ।

ভালো-মন্দ বুঝি-না আমি,

এই আমাদের সভ্যতার অজ্ঞতার সাজ!

 

সইতে হয়

চম্পা রায়

 

আমি পরিণতিতে নারী

যৌবনের তে মেয়ে বেলাটা

আজ অনেক দূরের পারি

আমি যে আজ এক নারী।

শক্তি রূপিনী নারী

স্পর্ধার আবেগে নারী

মনে আনমনে আমি অশান্তির পথে

আমি জ্বলন্ত পথচারীনি

আমি নারীকেবল নারী

সুখেও নারী আমি দুঃখেও নারী।

পথের শেষে চলতি পথে আমি নারী

ভোরের হাওয়ায় স্নিগ্ধতায় আমি নারী

কখনো তবুও অবলা সরল নারী

আমি ঘূর্ণির মত চলতে পারা এক নারী।

আমি দশভূজা হাতে সংসার করি

হৃদয়ের অকূন্ঠ মধূরতায় ,স্নেহে সন্তান গড়ি।

মানুষের মত মানুষ হবার জীবনের রচনা ধরি।

আমি নারী আমি হৃদয়ে জুড়িয়ে নিয়ে পারি।

আমি নারী পতি ,দেবতা জ্ঞানে শ্রদ্ধা করি।

সংসারের যত সংকট মোচন করি

আমি নারী বেশ্যা হয়ে পুরুষকে সন্তুষ্ট করি

কি না পারি ?আমি নারী ,বীর নারী।

আমি বীরাঙ্গনা শব্দ ভেদী বাণের মত।

চোখে অজস্র ধারা রক্তবর্ণ স্রোতেও শত

অনন্তকাল আমি দাসী সেবা করি

আমি চলি কেবল চলি পথকে ধরি।

সোজা নয় বাঁকা নয় সরল পথে

আমি নারী চলি জীবনের সাথে

মনের বোঝা আরো ভার বয়

তবুও আমি নারী শত জনম সইতে হয়।

 

আচ্ছা কি বলবেন বলুন তো?

প্রণব চৌধুরী

 

আচ্ছা কি বলবেন বলুন তো ?,

যদি দেখেন একদিন,

এই সূর্য্যের সঙ্গে পৃথিবীর সম্পর্কের বিচ্ছেদ ঘটে,

সূর্য্য বলে বিদায় বন্ধু,

পৃথিবী তো হতবাক !

কেন এইরূপ হলো ?,

নতুন কোনো সৌর জগতের সৃষ্টির অভিপ্রায় হেতু,

নাকি অন্য সৌরমন্ডলের আমন্রণ হেতু,

মন পাথারের চিরুণী তল্লাসি শুরু করে পৃথিবী,

না কোনো মহাকর্ষের অভিকর্ষজ ত্বরণ নেই সেখানে,

শুধু বৃহস্পতি  শনি কানে কানে কিছু কথার তরঙ্গ তরঙ্গায়িত হয় সেখানে,

তবু পৃথিবী নিজ কর্মে ব্যস্ত সেখানে,

তবুও নীলআমাজনইয়াংসিকিয়াং  গঙ্গা,

বন্ধ রাখেনি তার প্রবাহধারা,

কিন্তু সিয়াচেন  ল্যাম্ববার্ট আজ বিগলিত,

সেই সময়ে সূর্য্য পিছনে হাত নেড়ে বিদায় সম্ভাষণ জানিয়ে,

তাঁর অনুপস্থিত থাকার জন্য হয় ক্ষমাপ্রার্থী,

তখন বৃহস্পতি  শনির কানে কানে কথা বলার সময় থাকবে তো ?

তাঁদের চেতনার চিন্তণে চিন্তিত হবে তো,

আমরা এখনও প্রাণহীন !

তখন কি করবেন বলুন তো ?

 

টাকা

এমরেজা ; উত্তরাঢাকা

 

ইচ্ছে করে অনেক বেশী

ইনকাম করতে টাকা

টাকাই এখন বাপ-মা ভাই

টাকাই ভাল-লাগা।।

মাপকাঠিতে টাকায় সবাই

বিচার করে সব,

টাকাই বড় যোগ্যতা,

টাকাই তাদের রব।

আবেগঅনূভুতিভালবাসা,

টাকার সাথে করে তুল্য

কাছে থাকাসঙ্গ দেওয়ার

নেই কোন তার মূল্য।

টাকা হলে সেবা মিলে,

টাকাতেই আসে সুখ

টাকাতে যায় কেনা সন্মান,

প্রিয় জনের মুখ।

টাকা বাড়ারায় আত্মীয়

টাকায় গড়ে শিক্ষা

টাকা দিয়েই পরিচয়

টাকাই উচিত দিক্ষা।

তাই কষ্ট গুলো সহ্যকরে

ছুটতে আসছি ঢাকা,

লক্ষ্য এখন একটাইবস,

কামাতে হবে টাকা।

বসার এখন নেইকো সুযোগ

নেই গল্পের টাইম,

সব সম্পর্ক টাকার সাথে

করছে এখন ক্রাইম।।

ক্ষমা চাই দুআ চাই

কামাতে চায় টাকা,

যেন সেই টাকাতে বদলাতে পারি

এই দূর্ভাগার চাকা।।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.